তিতাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা

হালিম সৈকত, কুমিল্লা:কুমিল্লার তিতাস উপজেলা মাছিমপুর গ্রামের নমঃপাড়ায় আজ দুপুর ২ টায় একদল সন্ত্রাসী নারী পুরুষের উপর হামলা চালায়।এতে নারী পুরুষ ও শিশুসহ ৮ জন আহত হয়েছে।আহত মাধবী নমঃ জানান পলাশ নমঃ ও সুকান্ত নমঃ গোসল করে আসার সময় কামরুলের টমেটো ক্ষেত থেকে কয়েকটা টমেটো পেরে খায়। এতে ক্ষিপ্ত হয়ে কামরুলের ছেলে কাইয়ূম ও আঃ করিমের ছেলে লালচান তাদেরকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। পরে সুকান্ত এবং পলাশ কোন রকম জান বাঁচিয়ে বাড়িতে আসলে এখানে এসেও রক্ষা হয়নি তাদের। পরে তারা দানু মিয়ার ঘরে আশ্রয় নিলে সেই ঘরের দরজা ভেঙ্গে লাঠিসোটা দিয়ে পিঠাইতে থাকে। পরে কামরুলের ছেলে কাইয়ূম, আঃ করিমের ছেলে লালচান, জুনাব আলীর ছেলে সেলিম, মুতি মিয়ার ছেলে মোয়াজ্জেম ও সেলিমের স্ত্রীসহ আরও ১০/১৫ জন লাঠিসোটা নিয়ে তাদের বাড়িঘরে হামলা, লুটপাট করে এবং মেয়েদের উপর হামলে পরে শ্লীলতাহানি করে। আহতরা হলো ধনু নমঃর মেয়ে অনিতা নমঃ (২০), শিপন নমর স্ত্রী বীণা নমঃ (৩৪), সন্তোষ নমর ছেলে সুকান্ত নমঃ (২৩), স্বপন নমঃ এর ছেলে পলাশ নমঃ (২০), ধনু নমঃ এর স্ত্রী বাদলী নমঃ, রেনু মিয়ার ছেলে জালাল সহ আরও ৩/৪ জন আহত হয়। বর্তমানে তিন জন তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ইতোমধ্যে তিতাস থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিতাস থানায় মামলা করা হয়েছে। তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।