জিম্বাবুয়েকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, ১ রানেই বোল্ড সাকিব

ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েকে নিয়ে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। কারণ ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল।

এই কারণে বিশ্বকাপের আগে এই জিম্বাবুয়েকে ডেকে আনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপর ক্ষোভ প্রকাশ করেন সাকিব আল হাসান। সেই সাকিবই জিম্বাবুয়ের কাছে নাজেহাল হলেন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সম্প্রতি বলেছিলেন, জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলে বিশ্বকাপের আত্মবিশ পাওয়ার কিছু নেই। অথচ সেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই বিপর্যয়ের মুখে পড়লেন সাকিব আল হাসানের।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টিতে ১১.২ ওভারে ১০১ রানের উড়ন্ত সূচনার পরও খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

এরপর মাত্র ২৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় টাইগারা।