হজযাত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরবের ৬ বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজ পালনে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমানকে স্বাগত জানাতে ছয়টি প্রধান বিমানবন্দর বরাদ্দ দিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

গালফ নিউজের খবরে বলা হয়, হজযাত্রীদের স্বাগত জানাতে এসব বিমানবন্দর প্রস্তুত রাখা হয়েছে।

বিমানবন্দর ছয়টি হলো শহর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, মদিনার যুবরাজ মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর, তায়েফের তায়েফ আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে প্রিন্স আব্দুলমোহসেন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর।

সৌদি জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন জানিয়েছে, এবারের হজ মৌসুমে হজযাত্রীদের যাতায়াতে ৭ হাজার ৭০০টি ফ্লাইটে ৩৪ লাখ আসন বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসলমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যান। গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলমান মক্কায় হজ পালন করতে যান।

করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চ সংখ্যক হজযাত্রী মক্কায় গিয়েছেন। এবার আরও বেশি মানুষ হজ করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।