কুমিল্লায় Deradicalization বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনারের উদ্বোধন

হালিম সৈকত,কুমিল্লাঃ বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের অর্থায়নে এবং জেলা পুলিশ কুমিল্লার আয়োজনে শহীদ আর আই এ. বি.এম আব্দুল হালিম মিলনায়তন Deradicalization বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনারের উদ্বোধন ১১ নভেম্বর সকাল ০৯.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফজলে রাব্বী পিএসসি, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আমীর আলী চৌধুরী, বর্মান অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া, প্রফেসর বিলকিস আরা বেগম, কুমিল্লা কেন্দ্রীয় সিনিয়র জেল সুপার জাহানারা বেগম, বিশিষ্ট গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সারোয়ার আলম, অতিরিক্ত পিপি এডভোকেট গোলাম ফারুকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।