শ্রীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “গাছ লাগান প্রাণ বাঁচান, শ্লোগানকে সামনে রেখে, শ্রীনগরে মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর’র উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করেন গোলাম সারোয়ার কবীর।
এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিমলানন্দ বসু, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন মিন্টু, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, আওয়ামী লীগ নেতা তপন শেখ, মো. হালিম, হাজী নজরুল ইসলাম হাওলাদার, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু ও আবু কালাম, রফিকুল মোল্লা, মো. শরীফ শেখ, মো. রাসেল, আল-আমিন, মো. ইভানসহ অনেকে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়নের লক্ষ্যে শ্রীনগর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ১৮ জুন উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবীর।