শরিয়ত বয়াতির মুক্তির দাবীতে কালিয়াকৈরে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ উদিয়মান বাউল শিল্পী শরিয়ত বয়াতির মুক্তির দাবীতে শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে কালিয়াকৈর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় মানববন্ধন করেছে কালিয়াকৈর উপজেলা আহলে বায়াত অনুশারীগণ। স্থাণীয় একাধিক সুত্র জানায়, শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন দরবারের পীর-ভক্ত ও আশেক বাউল শিল্পীগণ।মানববন্ধনে বক্তব্য রাখেন পীরজাদা আব্দুল আলীম অভি বৈরাবরী, এরশাদ হোসেন, আব্দুল মালেক মাতাব্বর,মজিবুর রহমান পীরসাহেব তমিজ ভান্ডারী, ওয়াজেদ শাহ ফকির, রাশেদ শাহ বাংলাদেশ বাউল সমিতির কালিয়াকৈর শাখার সভাপতি আব্দুল মালেক দ্ওেয়ান, সহ সভাপতি দুলাল সরকার, আশরাফ দেওয়ান,সাধারণ সম্পাদক সুরুজ সরকার, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের লোহাকৈর শাখার সভাপতি দেলোয়ার হোসেন, আব্দুল কাদের সরকার,রাজ্জাক দ্ওেয়ান, জিন্নাহ সরকার, রফিকুল ইসলাম,সানোয়ার সরকার, মনিমালা সরকার, খাদিজা সরকার, গোড়াই শাখার আলমগীর হোসেন, জামিল সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে শরিয়ত বয়াতির নিঃশর্ত মুক্তির দাবী জানান। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে। উল্লেখ্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ধল্যা গ্রামের পবন সরকারের পুত্র উদিয়মান বাউল শিল্পী শরিয়ত বয়াতিকে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেলহাজতে আটক রাখা হয়েছে।