লুঙ্গিপরে গ্রামবাসী সেজে এএসপির অভিযানে ডাকাত সর্দার সেলিম গ্রেপ্তার

কামরুল ইসলাম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের কুখ্যাত ডাকাত সর্দার, খুন-ডাকাতি- ঘর পোড়ানোসহ ৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, রাউজানের আতঙ্ক সেলিম বাহিনীর প্রধান সেলিম মিয়া ওরফে ডাকাত সেলিম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে জেলার রাউজান উপজেলাধীন কদলপুর এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়িতে অভিযান চালালে উদ্ধার হয় দুটি বন্দুকসহ ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু ধারালো অস্ত্রও।

ঘটনার বিবরণে জানা যায়, ২৭ জুন রাতে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার-এএসপি (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন, পরিদর্শক তদন্ত মো. কায়সার হামিদসহ পুলিশের একটি চৌকস দল লুঙ্গি পরিধান করে গ্রামবাসীর ছদ্মবেশ ধারণ করে রাউজানের কদলপুর এলাকায় অভিযান পরিচালনা করে।