লিবিয়াতে নৌকাডুবিতে নিহত কমপক্ষে ১৫০, অগনিত নিখোঁজ

আন্তর্জাতিক ডেক্স : ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ গেল শতাধিকের৷ ঘটনাটি ঘটেছে লিবিয়াতে৷ জানা গিয়েছে, লিবিয়াতে সমুদ্রে একটি নৌকাডুবিতে কমপক্ষে ১৫০ অভিবাসীর মৃত্যু হয়েছে৷ নিখোঁজ অনেকে৷ লিবিয়ার নৌসেনাবাহিনীর আধিকারিকরা বৃহস্পতিবার জানান, এখনও পর্যন্ত ১৩৪ জনকে বাঁচানো সম্ভবপর হয়েছে৷
লিবিয়ার নৌসেনাবাহিনীর প্রধান আয়ুব কাসিম বলেন, নৌকায় ২৫০-র বেশি যাত্রী ছিল৷ আফ্রিকা এবং আরবেরই বেশি মানুষ ছিলেন তাতে৷ ত্রিপোলির পূর্বে কোমসের কাছে নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১৫০ জন প্রাণ হারিয়েছেন৷

ইউএনএইচসিআর এরং প্রধান চার্লি ইয়াক্সে বলেন, এই ঘটনার পর ভূমধ্যসাগরে মৃতের সংখ্যা ৬০০ পার করল৷ চলতি বছরের প্রথম চারমাসে ভূমধ্যসাগরের একই রুটে প্রায় ১৬৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে।

মে মাসে তিউনিসিয়া উপকূলে শরণার্থীদের নৌকা উল্টে অন্তত ৬৫ জন নিহত হয়। লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতিবছরই এমন দুর্ঘটনার সম্মুখীন হওয়াতে একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে৷