মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী হয়ে বাংলাদেশে আসছে অর্ধেক শক্তির ফণী

নিজস্ব প্রতিবেদক : ভারতের ওড়িশা উপকূলে উঠে আসার পর বৃষ্টি ঝরিয়ে ফণী দুর্বল হয়েছে অনেকটা, ‘অতি প্রবল’ থেকে পরিণত হয়েছে ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে। পশ্চিমবঙ্গ পেরিয়ে আসার পথে আরও দুর্বল হয়ে এই ঘূর্ণিঝড় শনিবার ভোরের দিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী হয়ে বাংলাদেশে পৌঁছাতে পারে বলে দেশের আবহাওয়া অফিসের ধারণা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার ভোর নাগাদ ফণী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারে। তবে ভারতীয় আবহাওয়াবিদদের হিসাবে, ফণী বাংলাদেশের প্রবেশ করতে পারে শনিবার সন্ধ্যার দিকে।তখন বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার, যা ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, তখন ফণী থাকবে ঘূর্ণিঝড়ের পর্যায়ে।

https://www.windy.com/?22.325,90.099,7,m:ehVaiKQ

জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এবং ওয়েদার ব্লগ উইন্ডির সিমুলেশন বলছে, ফণীর কেন্দ্র বা চোখ বাংলাদেশের সীমানায় প্রবেশ করবে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজশাহী অঞ্চল দিয়ে। এরপর রংপুর অঞ্চলের ওপর দিয়ে পার হতে হতে আরও দুর্বল হয়ে ফণী পরিণত হবে স্থল নিম্নচাপে।