মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কামাল- ফখরুলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : আজ ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তারা জামাতের সঙ্গে নেই। ২০ দলকে তারা আপাতত সচল রাখতে না। ঐ বৈঠকে রবার্ট মিলারকে ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারেই তারা সরকারের কথিত কারচুপিসহ নানা অভিযোগ নিয়ে ঐক্যফ্রন্টের ব্যানারেই আন্দোলন করবেন। এই বৈঠকে রবার্ট মিলার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে মামলা করা হয়েছে, সেটার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাজপথে লড়াইয়ের চেয়ে আইনের পথটাই অধিকতর গ্রহণযোগ্য। তিনি জানান, এই মামলার ব্যাপারে মার্কিন দূতাবাসেরও সজাগ দৃষ্ট আছে।