মাধবপুরে সেই মাহমুদার বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে ইউএনও

লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চুরি যাওয়া তিনটি গাভীর মালিক মাহমুদার বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে উপস্থিত হলেন মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন,রোববার (৮-আগস্ট) দুপুরে বানেশ্বর গ্রামে গিয়ে মাহমুদার হাতে প্রধানমন্ত্রীর উপহারের ৫ হাজার টাকা তুলে দেন। এ সময় মাহমুদা ও তার স্বামী তারা মিয়া কান্নায় ভেঙে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের আশ্বস্ত করেন পুলিশের সহযোগিতায় চুরি হয়ে যাওয়া গরুগুলো উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকতে উল্লেখ্য, মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে হৃতদরিদ্র মাহমুদা ও অসুস্থ স্বামী তারা মিয়াকে নিয়ে ৩টি দুধেল গাভী লালন পালন করতেন। দুধ বিক্রি করে যে টাকা পেতেন সেই টাকা দিয়েই চলত মাহমুদা ও তারা মিয়া দম্পতির সংসার।

গত বৃহস্পতিবার রাতে তাদের ৩টি দুধেল গাভী একদল চোর চুরি করে নিয়ে গেছে মাহমুদা বেগম এখনো আহাজারি করছেন, চোর নিয়ে গেছে দুধের তিনটি গাভী এখন কীভাবে চলবে দরিদ্র গৃহবধূর সংসার এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন যুগান্তরের অনলাইনে শনিবার প্রকাশিত হয়।