ভোট দিয়েছেন মেয়র প্রার্থী তাবিথ ও আতিকুল

ঢাকা দুই সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই হেভিয়েট মেয়র প্রার্থী ভোট দিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন।

উভয় প্রার্থীর সঙ্গেই তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরীর ২ হাজার ৪৬৮ কেন্দ্রে হবে নেয়া হচ্ছে ভোট। গতকাল রাতের মধ্যেই কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হয়েছে ইভিএমসহ ভোটের সব সরঞ্জাম।

প্রথমবারের মতো ঢাকার দুই সিটি’তে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে নেয়া হচ্ছে ভোট। তাই ভোটের উৎসব ও শঙ্কার মধ্যে সাধারণ মানুষের মুখে মুখে প্রধান আলোচনার বিষয় ইভিএম। দুই সিটিতে মেয়র প্রার্থী ১৩ জন ও কাউন্সিলর প্রার্থী ৬৭৭ জন। সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী হিসেবে লড়বেন ১৫৯ জন। মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন।