ভৈরব চতুর্থ জাতীয় ভোটার দিবস উদযাপন

মোঃ নাঈম মিয়া,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই  স্লোগানে দিবসটি উপলক্ষে
উপজেলা প্রশাসনের সহযোগিতায় র‍্যালির আয়োজন করে ভৈরব উপজেলা নির্বাচন অফিস।
বুধবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
তারপরে  উপজেলার  প্রশাসনিক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় এবং একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভৈবর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: জুলহাস হোসেন সৌরভ। পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু,ভৈরব উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর,মোঃ শফিকুর রহমান,মোঃ নাজমুল হক প্রমূখ।
ভৈবর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, ১৮ বছর পূর্ণ হলে যেকোন নারী পুরুষ নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবে। এনআইডিতে ভুল থাকলে অনলাইনে আবেদন করে সংশোধন করতে পারবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পর এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।