বীর মুক্তিযোদ্ধাকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানাতে ব্যর্থ হওয়ায় মুক্তিযোদ্ধার প্রজন্ম’র নিন্দা

মহান বিজয় দিবসের দিনে ফরিদপুরের মধুখালীতে একজন বীর মুক্তিযোদ্ধাকে দাফনের পূর্বে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান জানাতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ ও দায়ীদের বিচারের দাবী জানিয়েছেন ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক লিমন মিয়া, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ আজিজুর রহমান প্রমূখ।

তারা বলেন, রাষ্ট্রীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে না পারা আমাদের ব্যর্থতা। তাও আবার বিজয়ের দিনে। এসব কর্মকান্ড মেনে নেয়া যায় না।

তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। তারা আরও বলেন ইদানিং বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের দাফনের পূর্বে দায়সারা গোছের সম্মান জানিয়েও তারা চলে যেতে আমরা দেখেছি।

জানাযায় পর্যন্ত তারা শরিক হননা। জানাযার পূর্বেই চলে যান। এধরনের কর্মকান্ডে আমরা হতাশ।