বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। শনিবার (ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন নির্বাচক ও কোচ মেসবাহ উল হক। জানা গেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে চলতি মাসে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্ট খেলতে এপ্রিলে আবারো পাকিস্তানে যাবে তারা। এদিকে ঘোষিত টেস্ট স্কোয়াডে রয়েছেন টি-টোয়েন্টি দলের মাত্র তিনজন ক্রিকেটার। অন্যদিকে সুযোগ পেয়েছেন সর্বশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা ফাহিম আশরাফ এবং নতুন মুখ বিলাল আসিফ।

পাকিস্তানের টেস্ট দল
আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।