বগুড়ায় দুর্বৃত্তের আগুনে মরল ৭০০ মুরগি

নিজস্ব প্রতিবেদন : বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে একটি খামারের ৭০০ ব্রয়লার মুরগি পুড়ে মারা গেছে। মাদলা ইউনিয়নের বদলিপালান গ্রামে মতিউর রহমানের খামারে বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার শাজাহানপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মতিউর রহমান জানান, বাড়ির সঙ্গে ৪টি শেডে ৪ হাজার মুরগি রয়েছে। রাত ২টার পর দুর্বৃত্তরা একটি শেডে আগুন দিলে প্রতিবেশীরা টের পেয়ে নিভিয়ে ফেলেন। আগুনে ওই শেডের ৭০০ মুরগি পুড়ে মারা গেছে। এতে তার অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, ৯৬ শতক জমির মালিকানা নিয়ে প্রতিবেশী মাহফুজার, মামুন ও মোশাররফের সঙ্গে তার বিরোধ রয়েছে। মুরগির খামারটি ওই বিরোধপূর্ণ জায়গায় অবস্থিত। মুরগির খামারে আগুন দিয়ে উচ্ছেদ করবে বলে হুমকি দিয়ে আসছিল তারা। এ কারণে কয়েকদিন ধরে রাতে খামারে পাহারাদার রাখা হয়। বৃহস্পতিবার রাত ২টায় পাহারাদার ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা আগুন দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত মাহফুজার ও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।