ফ্রান্সের ঘড়ি ফেলে দিয়ে পণ্য বর্জনের ডাক নুসরাত ফারিয়ার

ফ্রান্স সরকারের ইসলাম বিরোধী মনোভাব ও মুহাম্মদকে (সা.) অবমাননার প্রতিবাদ জানালেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে তিনি। শনিবার (৩১ অক্টোবর) রাত ২টায় ফেসবুকে এক স্ট্যাটাসে ফারিয়া এ আহ্বান জানান ভক্তদের।

ফেসবুকে নুসরাত লিখেছেন, আমি আমার (ফরাসি ব্যান্ডের) কার্টিয়ের ঘড়িটি ফেলে দিচ্ছি। স্ট্যাটাসে দেয়া তার হ্যাশট্যাগে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া। নুসরাতের এ অবস্থানে সঙ্গে অনেকেই সাধুবাদ জানিয়েছেন, সমর্থন দিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নুসরাত ফারিয়া অন্য আরেকটি স্ট্যাটাসে বলেন, কেন আমাদের সকলকে একটি সহজ জিনিস জটিল করে তুলতে হবে? যদি কারো বক্তব্য আমার অনুভূতিতে আঘাত করে তবে আমার কী তা প্রকাশ করার অধিকার নেই বা আমি অভিনেত্রী হওয়ায় আমার কোনো মতামত থাকতে পারে না? আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার পক্ষ নেয়ার ২০০% অধিকার রয়েছে। এটি আমার বিশ্বাস এবং আমি তা সবার সাথে শেয়ার করার অধিকারী রাখি। যাই হোক এটিকে কিভাবে নেবেন সেটি আপনার বিষয়, আমার নয়।