পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের বর্ধিত সভা

আলিফ হোসেন,তানোর: রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়ন ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। জানা গেছে, চলতি বছরের ১১ অক্টোবর রোববার পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্ত্বে এবং সহকারী শিক্ষক রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় কৃষ্ণপুর হাট চত্ত্বরে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খানেমুন নবী বাবু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন,আইন বিষয়কসম্পাদক এ্যাডঃ সাজেমান আলী, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন, কাঁমারগা ইউপি আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরহাদ,বাঁধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, আলহাজ্ব সাইদুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি জাইদুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, গোদাগাড়ী উপজেলা যবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার, তানোর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল বাসার সুজন,শিক্ষক আসলাম উদ্দিন, কাউন্সিলর নাহিদ, মোহাম্মদ হোসেন মন্টু, রবিউল ইসলাম, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য পলাশ,  মোর্শেদুল মোমেনিন রিয়াদ, জাহাঙ্গীর আলম, মাহাবুব আলম, আজাহার আলী, রবিউল ইসলাম বুলার, ইউনুস আলী, জিয়াউর রহমান জিয়া, হাবিবুর রহমান ও লুৎফর রহমান প্রমুখ। এদিকে বর্ধিত সভায় মনোনয়ন নয় দলকে কি করে সাংগঠনিকভাবে আরো গতিশীল  ও আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধি করা যায় এবং আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিভাবে নৌকার বিজয় ঘটানো যায় সেই সব বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে। অন্যদিকে এটি বর্ধিত সভা হলেও নেতাকর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতিতে  তা স্মরণকালের সর্ববৃহত জনসভায় পরিনত হয়ে উঠে। আর এই জনসভার মধ্যদিয়ে ইউপি নির্বাচনে ফের আব্দুল মতিনের মনোনয়ন নিশ্চিত হয়ে গেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।