একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে শান্তি ও সম্প্রীতির মিছিল

ফরিদ আহম্মেদ, সরিষাবাড়ি(জামালপুর) প্রতিনিধিঃ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সরিষাবাড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বয়ডা বাজারে শুক্রবার ২৯  (অক্টোবর) অসাম্প্রদায়িক, সম্প্রীতি ও শান্তির মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সরিষাবাড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি ডাঃ শাহান শাহ মোল্লার সভাপতিত্বে বয়ড়া বাজার থেকে শুরু করে, ইউনিয়নের কয়েকটি গূরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
উক্ত মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা বলেন,বাঙালির ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির। এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে। একটি চক্র জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশটিকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চায়।আর এ কারণেই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে।
উপস্থিত অন্যান্য  বক্তারা আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা উল্লেখ নেই।তারপরেও একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করার অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের সচেতন মানুষ মাঠে নেমেছেন। প্রতিবাদ জানাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা। জহুরুল ইসলাম মানিক(উপ দপ্তর সম্পাদক) জামালপুর জেলা আওয়ামী লীগ।
আরও উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রমেশ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি আশরাফুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, শামীম মিয়া ( শাহীন মাষ্টার ), শাহিনুর রহমান আজাদ, আলহাজ উদ্দিন মাষ্টার, আব্দুল হামিদ ( আব্দুল ), আব্দুল ছালাম, নূরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান হাবু, মোস্তাফিজুর রহমান সোনা, আসাদুজ্জামান পপি, মোবারক হোসেন এবং পোগলদিঘা  ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সাদেক হোসেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ।
Attachments area