ধনবাড়ী বাসস্ট্যান্ডে “বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচী” প্রকল্পের শুভ উদ্বোধন

সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : “মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই সকলকে অন্তত ৩টি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন। একইসাথে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপির নির্দেশনা বাস্তবায়নে ধনবাড়ী বাসস্ট্যান্ডে “বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচী” প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল।

এসময় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রীর আ্যম্বাসেডর নুরুল হক, মীর মেহফুজ, জাকারিয়া বকল, রফিকুল ইসলাম তালুকদার, আব্দুল মজিদ মিন্টু, রেজাউল করিম লিটন, শাহজাদা, জহুরুল আলম পলাশ, ইদ্রিস আলী খান, শাহীন মোর্শেদ, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী প্রমুখ।

উল্লেখ্য যে, ধনবাড়ীতে “বৃক্ষ রোপন ও পরিচর্যা কর্মসূচী” প্রকল্পটি সার্বিকভাবে বৃক্ষরোপণ ও সংরক্ষণ করার মাধ্যমে বিশেষ করে জনপথ, জনসাধারণের রাস্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমের জায়গায় বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করা সহ গ্রামের মানুষকে বৃক্ষ রোপণের গুরুত্ব সম্পর্কে জানানো এবং তাদেরকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে “সেচ্ছাশ্রমের” ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।