তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ

হালিম সৈকত,কুমিল্লাঃ কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের নির্বাচিত ও গ্যাজেটভুক্ত চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ৫ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুপুর ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। শপথ গ্রহণ অনুষ্ঠানটির আয়োজন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন ও ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির আজ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, শহরের সেবা গ্রামে পৌছে দেয়ার যে অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন তা  আপনাদের বাস্তবায়ন করতে হবে। সরকারের সকল সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে হবে। যারা আপনাকে ভোট দেননি তাদের প্রতি বিরুপ আচরণ করা যাবে না। মাননীয় প্রধামন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক যে ১০টি উদ্যোগ তা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তিতাসকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করতে হবে। তবেই শপথ গ্রহণ অনুষ্ঠনটি স্বার্থক ও সফল হবে। এ সময় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিভাগীয় কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিজুর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কায়জার মোহাম্মদ ফারাবী, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ও তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আ’লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, আ’লীগ নেতা বিবেকানন্দ পোদ্দার বিবু, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর নবী, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মো. সামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, আ’লীগ নেতা সাজ্জাদ হোসেন, কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. ছাইদুর রহমান ভূইয়া, তিতাস উপেজলা যুবলীগ নেতা আ: করিম মুন্সী, মো. ইব্রাহিম সরকার, কাউছার আহমেদ, মোফাজ্জল হোসেন সুমন, শ্রমিকলীগের আহ্বায়ক গাজী মো. সোহেল রানা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম সোহাগ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী প্রমুখ