জামালপুরে গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাবের হাতে আটক-১

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতু নিয়ে ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে জামালপুরে একজনকে আটক করেছে র‌্যাব। আটক ফোরকান হোসেন (২৪) জেলার বকশীগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের সোনা মিয়ার ছেলে। শুক্রবার রাতে বকশীগঞ্জ থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব ১৪-এর জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। ফোরকান তার ফেইসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে বলেন, সেতুমন্ত্রীর মাথা কেটে প্রথমে পদ্মা সেতুতে দেওয়া হোক। তারপর অন্য মায়ের সন্তানদের মাথা। এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।”
তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে তার বাড়ির কাছ থেকে গ্রেপ্তার করা হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে। এছাড়া এ ধরনের গুজব রটনাকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।