চুনারুঘাটে নিরীহ ব্যক্তির জমি দখলের পায়তারা করছে প্রভাবশালী ভূমি খেকো চক্র

তালুকদার সাইফুল, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শ্রীবাউর সাদেকপুর মৌজার এসএ খতিয়ান নং – ২৯৫, হালে -৪১৬,এসএ দাগ নং ৬১৬, হাল দাগ নং – ৭৮৪ অবস্থিত রেকর্ড ও দলিল মোতাবেক জমির মালিক ৫নং শানখলা ইউনিয়নের মজলিশপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রউফ ওরফে ফুল মিয়া ও মৃত আব্দুর রহমানের অন্যান্য ওয়ারিশানরা। দীর্ঘদিন ধরে মৃত আব্দুর রহমানের ওয়ারিশানরা ওই জমিটি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিটি দখল করার জন্য অপতৎপরতা করছে এলাকার ভূমি খেকো চক্রের সদস্য সাদেকপুর গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ জাহির মিয়া(৪৫), মৃত জহুর আলীর ছেলে মোঃ জাহির মিয়া(৪০),সনজব আলীর ছেলে পণ্ডিত মিয়া (৩৫), সবুজ মিয়া(৩৮), জুয়েল মিয়া(৩০), পাইকুড়া গ্রামের মতিন মিয়ার ছেলে বাবুল মিয়া(৩৫) গোড়ামী গ্রামের মৃত খুরশেদ মিয়ার ছেলে রজব আলী (৩০) ও সাদেকপুর গ্রামের মাখন মিয়ার ছেলে আব্দুল আহাদ (৩৫)সহ একদল ভূমি খেকো। গত ২৯ আগষ্ট আব্দুল রউফ ওরফে ফুল মিয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট আদালত হবিগঞ্জে একটি ১৪৪ধারা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে মামলার আসামীরা মামলার বাদী আব্দুল রউফ ওরফে ফুল মিয়া ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করছে। মামলার বাদী ও তার পরিবার নিরাপত্তা হীনতায় ভূগছেন।