গাজীপুরে ২ স্টিল কারখানাকে জ‌রিমানা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের সাইন‌বোর্ড ও কু‌নিয়া এলাকায় দু’‌টি স্টিল কারখানা‌কে তিন লাখ টাকা জ‌রিমানা ক‌রে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১৭ জুলাই) দুপু‌রে গাজীপু‌রের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট চৌধুরী মুস্তা‌ফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন। 

গাজীপুর প‌রি‌বেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাংলানিউজকে বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অধিদফতর যৌথভা‌বে সাইন‌বোর্ড ও কু‌নিয়া এলাকায় অভিযান চালায়। এসময় বায়ু দূষ‌ণের দা‌য়ে কু‌নিয়া এলাকায় আনোয়ার ইস্পাত লি‌মি‌টেডকে দুই লাখ ও সাইন‌বোর্ড এলাকায় এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডা‌স্ট্রিজ‌কে এক লাখ টাকা জ‌রিমানা করা হয়। 

অভিযানে উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অধিদফতরের উপ-প‌রিচালক ‌মো. আ. সালাম সরকার, প‌রিদর্শক শেখ মোজাহিদ ও আনসার সদস্যরা। 

মো. আ. সালাম সরকার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধ‌রে কারখানা দু’‌টি এলাকার বায়ু দূষণ ক‌রে আস‌ছিল। কারখানা দু’‌টি‌তে ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রে তিন লাখ টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। এ ধর‌নের দূষণবি‌রোধী অভিযান অব্যাহত থাক‌বে।