গঙ্গাচড়ায় শিক্ষকদের জেমস বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের কক্ষে জানো প্রকল্পের সহায়তায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর টুলটুলী রানী, গঙ্গাচড়া সরকারি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শফিকুল আলম।

উল্লেখ্য, উপজেলার ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৬টি মাদ্রাসা ও ৫টি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত ৪ জন করে ১৭৬ জন শিক্ষককে ৪দিন করে ৬টি ব্যাচে (জেন্ডার ইক্যুয়িটি মুভমেন্ট ইন স্কুল) জেমস বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়। গত ৯ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম।