খুলনা রেঞ্জে সেরা পুলিশ অফিসার মনোনীত হলেন চুয়াডাঙ্গার এসপি

নিজস্ব প্রতিবেদক: খুলনা অফিস রেঞ্জের মধ্যে রের্কড ব্রেক পরিমান মাদক উদ্ধার, রেকর্ড ব্রেক পরিমান অস্ত্র উদ্ধার, ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার,সাজা প্রাপ্ত আসামি আটক, তদন্তাধীন মামলা নিষ্পত্তি করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম সেরা অফিসার মনোনীত হয়েছেন।

খুলনা রেঞ্জ পুলিশের জুলাই/২০১৯ মাসের ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সন্মেলন কক্ষে ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড.খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার)।

সভার শুরুতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক জেলায় সচেতনতা মুলক প্রচারণা ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অব্যহত রাখায় রেঞ্জের দশ জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন রেঞ্জ ডিআইজি।

অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের দশ জেলার অপরাধ চিত্র তুলে ধরা হয়।এসময় মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান পিপিএমও রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন।

ক্রাইম কনফারেন্সে রেঞ্জ ডিআইজি বলেন,সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কে জিরে টলারেন্স নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে মাদক নির্মূলে সব সময় জরালো অভিযান পরিচালনা করতে হবে।ডিআইজি বলেন, কোন নিরিহ মানুষ কে হয়রানি করা যাবেনা।বিশ্ব ব্যাপি বাংলাদেশ পুলিশের সুনাম অনেক বেশি।

তাই গুটি কয়েক দুষ্ট পুলিশের অপেশাদার আচরণের কারনে পুরো বাহিনীর বদনাম হতে দেওয়া যাবেনা।কোন নিরিহ মানুষ কে হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন খুলনা রেঞ্জের এই শীর্ষ পুলিশ কর্মকর্তা।সভায় সড়কে শৃঙ্খলা ফেরিয়ে আনতে টাফ্রিক বিভাগ কে দিক নির্দেশনা প্রদান করেন।

ক্রাইম কনফারেন্সে এ সময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন এন্ড ফিন্যান্স) মো. হাবিবুর রহমান বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ,যশোরের পুলিশ সুপার মঈনুল হক,সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ কুমার রায়, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন,কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত,মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী,চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান আলী,রেজ্ঞ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার( ডিসিপ্লিন এন্ড প্রসিকিউশান) আবু হেনা খন্দকার অহিদুল করিম, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) শরফুদ্দীন ক্রাইম সহ রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তা গণ ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন।