কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তার উপর অতর্কিত হামলা আটক-১০

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে একদল দুস্কৃতকারী কতৃক হামলার শিকার হয়েছেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাম মোহাম্মদ শহিদুল হক সহ অন্তত: ১০ জন । সোমবার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের বালুমহলে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো.জামান হোসেন, পুলিশ কনেষ্টেবল হায়দার আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তার ড্রাইভার আফজাল হোসেন , স্পীডবোড চালক সাগর, তহশিলদার আবদুল জব্বার ও রফিকুল ইসলাম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ভ্রাম্যমান আদালত আট জনকে তিন মাস করে কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন জহিরুল ইসলাম, হাবিব, বশির আহম্মেদ. জহিরুল ইসলাম, মাসুদ রানা, মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার । এছাড়া হামলার নেতৃত্বদানকারী লিটন গাজী ও রানার বিরুদ্ধে কলাপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের জানান, বালুমহল এলাকার একই স্থানে আটটি বাল্কহেড রেখে সরকারী বালুমহল থেকে বালু কেটে নিচ্ছিল। বাল্কহেড গুলোতে অন্ততঃ অর্ধশতাধিক শ্রমিক ছিল । বাল্কহেডের মালিক কে জানতে চাইলে শ্রমিকরা পাঁচটি বাল্কহেড’র মালিক টিয়াখালী ইউনিয়নের লিটন গাজী বলে জানায়। তাকে শ্রমিকরা খবর দিলে অর্ধশত শ্রমিকরা মিলে ভ্রাম্যমান আদালতে আটককৃত ৮ জন শ্রমিককে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিমের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তাদের আহত করা হয় বলে তিনি জানান।