বকশীগঞ্জ লাউচাপড়া আশ্রয়ণ প্রকল্পে এক বৃদ্ধার লাশ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে ছামিরন বেওয়া (৫৫) নামে এক বৃদ্ধ নারীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর)ভোর ৪ টার দিকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত ছামিরন বেওয়া মৃত নেহাল মিয়ার স্ত্রী। তাদের কোন সন্তান নেই। ভূমিহীন হওয়ায় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর বরাদ্দ পেয়েছিলেন তিনি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, ধারণা করা হচ্ছে রাতে এক বা একাধিক দুর্বৃত্ত ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেহের বিভিন্ন জায়গায় আঘাত করলে ঘটনাস্থলেই ছামিরন মারা যান। পরে পেছনের জানালা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই ফুল বাসর বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই খুনের রহস্য উদঘাটন করতে পুলিশ মাঠে কাজ করছে। তবে খুব দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

নি:সন্তান নিহত ছামিরনের পালিত মেয়ে বেলা আক্তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।