স্বাস্থ্য বিধি না মানায় লালমনিরহাটে ২৪২ টি মামলা

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪২টি মামলা ও ৮৮ হাজার ৪৯০ টাকা জরিমানা করা হয়েছে।গত রবিবার (৪ জুলাই) সকাল থেকে রাত ৮ টা পর্যন্ত জেলার ৫ উপজেলায় ১৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে এই মামলা ও জরিমানা করা হয়।জানাগেছে, গত ২৪ ঘণ্টার জেলার ৫ উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৬টি মোবাইল কোর্ট দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এতে লকডাউনের চতুর্থ দিনে জেলার ৫টি উপজেলায় ২৪২টি মামলা ও ৮৮ হাজার ৪৯০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ঘোষিত লকডাউনে উপজেলাসমূহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এ ছাড়া যাঁরা মাস্ক পড়েননি কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন, তাঁদেরও মামলা ও জরিমানা করা হয়েছে।