মুক্তাগাছার গবতলী এলাকায় লকডাউন

মক্তাগাছা থেকে মোহাম্মদ হজরত আলী: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে।তারি ধারাবাহিকতায় মুক্তাগাছা উপজেলার গাবতলী বাজার এলাকা থেকে  স্থানীয় সচেতন মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গাবতলী বাজার এলাকার পশ্চিম এলাকার বেশ কয়েকটি গ্রাম, বিশেষ করে হালিদা, চানপুর, বিজয়পু, কাটাজানি, জালাবাধাসহ কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা লকডাউন করে দিয়েছ  গাবতলী এলাকার সচেতন মহল। এদিকে উপজেলার কালিবাড়ী বাজার এলাকায়ও  স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা লকডাউন করে দিয়েছে চেচুয়া ও বটতলা বাজারের রাস্তা। এ সময় আওয়ামিলীগ নেতা মুজিবর রহমান বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সরকারের হাজার হাজার কোটি টাকা লোকসান হওয়ার পড়েও জনগণের প্রণোদনা সহায়তা হিসেবে প্রায় ৭৩ হাজার কোটি টাকা ঘোষণা  করেছে শুধু বাড়িতে বসে থাকার জন্য। এভাবে অবাদে ঘোরাঘুরি করতে নয়। তাই অচেতন মানুষগুলোকে সচেতন করতেই আমরা সবাই মিলে আমাদের গ্রামের মানুষের নিরাপত্তার জন্য থানা পুলিশের সহায়তায় আমাদের অঞ্চলকে আজকে থেকে লকডাউন করে দিলাম এবং সরকারি নিদর্শনাা না আসা পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন, দুলাল মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ সরকার, ইসমাইল মন্ডল, আইউব মাস্টার হাসেম আলী প্রমুখ।