ময়মনসিংহে বিশ্ব এইডস দিবসের রেলি ও আলোচনা সভা

মোঃ সিরাজুল ইসলামঃ”এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১ লা ডিসেম্বর ময়মনসিংহে পালিত হলো বিশ্ব এইডস দিবস। রবিবার সকাল ৯.৫০ টায় ময়মনসিংহ মহানগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলি নগরীর গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। এসময় রেলিতে অংশগ্রহণকারীরা এইডস সচেতনতা ও নির্মূল বিষয়ক বার্তা সমৃদ্ধ ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে। রাস্তার দুপাশে বিপুল সংখ্যক উৎসুক্য জনতা ব্যান্ডের তালে ভিড় জমাতে দেখা যায়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠানে নিজস্ব ব্যানারে অংশগ্রহণ করেন সেতুবন্ধন কল্যাণ সংস্থা,লাইট হাউস,বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, আলোর পথে হিজড়া সমাজ কল্যাণ সংস্থা, সূর্যের হাসি এ পি বি এ এবং তৃণমূল উন্নয়ন সংস্থা। রেলি শেষে ময়মনসিংহ সিভিল সার্জন এর কনফারেন্স রুমে এইডস এর ভয়াবহতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃআবুল কাশেম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ মজিবুর রহমান,ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়,পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আবু তাহের মোঃ এনামুর রহমান। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কামাল উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ আলী এবং সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা নূর মোহাম্মদ।এনজিও প্রতিনিধিবৃন্দ এবং অতিথিবৃন্দ বক্তব্য ময়মনসিংহ বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা এযাবত সে জানায়। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বন্ধন সমাজ কল্যাণ সমিতি তে এইচ আই ভি এইডস নির্ণয়ে বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়। বক্তাগণ এইডস থেকে বাঁচার জন্য ব্যাপক জনঅংশগ্রহণ ও সচেতনতা এবং আক্রান্ত হওয়ার পূর্বে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন।