পাটগ্রামের আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে গুরুতর আহত-১

মোস্তাফিজুর রহমান লালমনিরহাটজেলা প্রতিনিধিঃলালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা প্রধানপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওমর ফারুক (৩২) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ওমর ফারুক দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের বাসিন্দা।পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওমর ফারুকসহ সাত-আটজনের একটি রাখালের দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় আঙ্গরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পীলারের ৯/১০ সাব পীলারের কাছে ভারত থেকে গরু আনতে যায়। এ সময় ভারতীয় ভোটবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের প্রায় একশ গজ অভ্যন্তরে ঢুকে তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে।এতে জাম্বুর সহযোগিরা পালিয়ে এলেও জাম্বু গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ও পরে রংপুর হাসপাতালে পাঠানো হয়। এদিকে জাম্বু ককটেল রাবার বুলেট না গুলিতে আহত হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান জাম্বুর হাতের বাহুতে গুলি লেগেছে। এতে যে ক্ষতের সৃষ্টি হয়েছে।ওই ক্ষত গুলি ছাড়া রাবার বুলেট বা ককটেল দিয়ে সম্ভব নয়। দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন আমি ছিলাম না তবে আমি শুনেছি বিএসএফ বাংলাদেশের প্রায় এক/দেড়শ গজ দেশের ভেতরে প্রবেশ করলে এলাকার লোকজন তাদের ধাওয়া দেয়। এতে বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছোঁড়ে।এ বিষয়ে পানবাড়ি বিজিবির কোম্পানী কমান্ডার খাইরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় তবে হাবিলদার নজরুল ইসলাম জানান স্যার আঙ্গরপোতা ক্যাম্প গেছেন সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই।রংপুর ৫১ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার মো. ইছাহাক বলেন আমি নিশ্চিত নই তারা (বিএসএফ) ককটেল রাবার বুলেট না গুলি ছুড়েছে তবে আমার অনুমান তারা ককটেল ছুড়েছে।