দেশের সবচেয়ে বড় শোলাকিয়া ঈদগাহ ময়দান প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক: কোরবানির ঈদ উপলক্ষে দেশের সবচেয়ে বড়, ঐতিহাসিক ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়ায় সব প্রস্তুতি নেয়া হয়েছে। জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন শহরের মারকাজ মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান। ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর বরাবরের মতোই দূরের মুসল্লিদের জন্য থাকছে দু’টি বিশেষ ট্রেন সার্ভিস। 

ঈদের নামাজ পড়তে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লাখো মুসল্লি। তাই প্রতি বছরের মতো এবারও ঈদগাহ ময়দানকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠের লাইন টানা, দেয়ালে চুনকাম, ওজুখানা মেরামত কাজ শেষ হয়েছে।

একজন বলেন, আমার ৫ বছর বয়স থেকে এই ঈদগাহ মাঠে আমি নামাজ পড়ি।

আরেকজন বলেন, লাখ লাখ মানুষ যখন একসাথে নামাজ পড়ে এবং আল্লাহ কাছে দোয়া চাইলে তা কবুল করে।

কিশোরগঞ্জ পৌরসভা মেয়র মাহমুদ পারভেজ বলেন, যেহেতু সারাদেশে একটা ডেঙ্গুর প্রকোপ রয়েছে। তাই ঈদের দিন আগেই সারা জায়গায় মশার ওষুধ ছিটিয়ে দেব।

এদিকে, ২০১৬ সালে ঈদগাহের কাছে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।