ঠাকুরগাঁওয়ে ১ দিন পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

ফিরোজ সুলতান :ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিশু নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে শিশুর লাশ পেয়েছে স্থানীয়রা। শিশুটিকে কেউ হত্যা করেছে নাকি পানিতে ডুবে মারা গেছে এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংগাটুলি গ্রামে শিশু নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটিকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিশুটির নাম জুলফিকার হাসান জয় (১২)। সে কালমেঘ আর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক হযরত আলীর ছেলে। সে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। শিশুটি ২০ জুন দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল বলে পারিবারিকভাবে জানা যায়। বালিয়াডাঙ্গী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হুমায়ুন কবীর বলেন, ছেলেটি আমার স্কুলের মেধাবী ছাত্র। আমি হাসপাতালে ছেলেটির সুরতহাল প্রস্তুতের সময় ছিলাম। শিশুটির শারীরিক লক্ষণ দেখে আমি মনে করি তাকে হত্যা করা হয়েছে। আমি আশা করি, প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাসিবুল আলম প্রধান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ সংক্রান্ত ঘটনাটি গত শনিবার সাধারণ ডাইরিভুক্ত (জিডি) করা হয়। ঘটনাটি হত্যা না জলডুবি ময়না তদন্তের রিপোর্টের পরে বলা যাবে।