গেদাগাড়ীতে পৌনে দুই কোটি টাকার হেরোইনসহ এক তরুণ গ্রেফতার

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ীতে এক কোটি ৮০ লাখ টাকার এক কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোস্তাকিন (১৬) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার ঠাকুর যৌবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যরা।

গ্রেফতাকৃত মোস্তাকিন উপজেলার আদর্শগ্রাম এলাকার দুরুলের ছেলে। এই ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় মামলা দয়ের করা হয়েছে। ওই মামলায় শনিবার সকালে গ্রেফতার মোস্তাকিনকে আদালতে নেয় পুলিশ।

র‌্যাব গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের সুপার এসএম জামিল আহমেদ অভিযানে নেতৃেত্ব র‌্যাবের একটি দল শুক্রবার রাতে রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক আলীনগরের আলমগীরের কলা ও পেয়ারাবাগানের পূর্ব কর্ণারে ঠাকুর যৌবন গ্রাম থেকে বালিয়াঘাটা যাওয়ার রাস্তার দক্ষিন পার্শ্বের পেয়ারা বাগানে প্রবেশের গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় মোস্তাকিনকে ১ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেফতার করা হয় যার আনুমানিক মূল্য- ১ কোটি ৮০ লাখ টাকা।

তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।