আলমডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক খোদা বকশ সাঁইয়ের ৩২তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক খোদা বকশ সাঁইয়ের ৩২তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে। জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন গতকাল শনিবার বেলা ১২টায় আলমডাঙ্গা উপজেলার জাহাপুর গ্রামে মরহুমের আখড়াবাড়িতে দুই দিনব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন এবং মরহুমের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
এসময় বাংলা একাডেমির উপপরিচালক সাইমন জাকারিয়া , খোদা বকশ সাইঁয়ের পুত্র বাউল আব্দুল লতিফ শাহ, কণ্ঠশিল্পী সৃজনী তানিয়া, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান ও মিজানুর রহমান ও মামুন-উর রশিদ ঠান্ডু উপস্থিত ছিলেন ।
আব্দুল লতিফ শাহ জানান, করোনা পরিস্থিতির কারণে এবছর জাঁকজমকভাবে দিবসটি উদযাপন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে ভক্তদেরকে নিয়ে সীমিত পরিসরে উদ্বোধন ও বাউল গানের আয়োজন করা হয়েছে।