গুইমারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বিয়াল্লিশ হাজার টাকা অর্থদণ্ড

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে গুইমারা উপজেলা প্রশাসনের নির্দেশনা ও সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তারের নেতৃত্বে খাবার হোটেল, মুদি দোকান, ঔষধের দোকান এবং কসমেটিকস এর দোকানে অভিযান পরিচালনা করেন।

এসময় সংশ্লিষ্ট আইনে সাতটি মামলায় মোট (৪২০০০) বিয়াল্লিশ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। ২৫ এপ্রিল বৃহস্পতিবার খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বাজার ব্যবসাই বৃন্দ।

খাগড়াছড়ি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।