ঝিনাইদহের “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট” এর অনিময়ম প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

ওমর আলী সোহাগ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিউট(এটিআই) এ ১১ ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় উত্তপ্ত অবস্থা বিরজমান রয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠান ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের দিয়ে ছাত্রদের ভয়ভীতি প্রদর্শন ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছে ছাত্ররা। এই অভিযোগে ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিক্ষুদ্ধ ছাত্ররা। হোস্টেল ব্যবস্থাপনার অনিয়ম ও তুচ্ছ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থার সঠিক তদন্ত দাবি করেছে স্মারকলিপিতে। ঝিনাইদহ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ইয়ারুল ইসলাম এবং পুলিশ সুপার ছাত্রদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে ছাত্রদের বক্তব্য শোনেন। ছাত্রদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন এটিআইয়ের ৭ম বিভাগের ছাত্র সোহেল রানা ও হাসিবুল হাসান শান্ত। এসময় অন্যান্য প্রায় ৩০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এর আগে করোনাকালীন বন্ধের সময় হোস্টেল মেরামতের সময় ছাত্রদের ব্যক্তিগত জিনিস পত্র তসরুপ ও বাক্স ভেঙে টাকা চুরির অভিযোগ করেছে ছাত্ররা। প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে কোন তদন্ত করা হয়নি এমন দাবি ছাত্রছাত্রীদের। এদিকে স্থানীয় রাজনীতিক কিছু লোকজনকে ডেকে নিয়ে এসে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রদের বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার পরে ছাত্রছাত্রীদের মধ্যে চরম অসন্তোষ ও ভয়ভীতি কাজ করছে। এর আগে ছাত্রছাত্রীরা অভিযোগ করে হোস্টেলে বহিরাগতরা প্রবেশ করে উঃশৃঙ্খলা করে। ক্যাম্পাসে মাদক সেবন করে। কলেজের স্টাফ সাগরের হোস্টেলে বসে গাঁজা সেবনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া গেছে। এই ভিডিও দেখে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করা ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত অবিভাবকেরা।