দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করলেন গোলাম দস্তগীর গাজীর পুত্র

নুরুন্নবী সোহেল,বিশেষ প্রতিনিধঃ আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর ছেলে গোলাম মূর্তজা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত মেনে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।

তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বিসিবির পরিচালক।

মনোনয়নপত্র প্রত্যাহার করে তিনি বলেন, দলের সিদ্ধান্ত আমার কাছে আদেশ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবং মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

তিনি বলেন, দীর্ঘদিন ১৯ বছর ধরে রাজনীতির মাঠে রয়েছি, সঙ্গে আছি আওয়ামী লীগের। দেশের কোথায় কি হচ্ছে সেটা বিষয় নয়, রূপগঞ্জ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘাঁটি৷ এখানে প্রধানমন্ত্রীর ইচ্ছা, দলের সিদ্ধান্তই আমার কাছে আদেশ।

গোলাম মূর্তজা পাপ্পা আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সম্মানের সঙ্গে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।

নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের কাছে এটাই আমার প্রত্যাশা।