সার্চ কমিটির বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত; রাষ্ট্রপতির কাছে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির সপ্তম বৈঠকে ১২ -১৩ জনের তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সার্চ কমিটি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন সার্চ কমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে কমিটির অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।

এর আগে, গত রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক শেষে জানানো হয়েছিল নামের তালিকা সংক্ষিপ্ত করা হয়েছে। অর্থাৎ ১২ থেকে ১৩ জনের নাম বাছাই করা হয়েছে।