সাংবাদিক মোজাক্কিরের খুনিদের দ্রুত বিচারের দাবিতে গোবিন্দগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন

তাজুল ইসলাম প্রধান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জ সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যাকারীদের দ্রম্নত বিচারের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজের ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বসুরহাটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তবাজার প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যা, গাজিপুরে সাংবাদিক আবু বক্কর সিদ্দিকসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্থানীয় উপজেলা গেট চৌরঙ্গীর মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ সংবাদিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জিটিভির প্রতিনিধি গোপাল, সাধারন সম্পাদক ও দৈনিক বগুড়ার প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু, গোবিন্দগঞ্জ সংবাদিক এ্যসোসিয়েশনের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মাহমুদ খান, সাধারন সম্পাদক আনন্দ টিভি প্রতিনিধি উজ্জল হক প্রধান, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজু, চ্যানেল আই প্রতিনিধি ফারুক হোসেন, মোহনা টিভির প্রতিনিধি এস এম কবির রাসেল, সাংবাদিক তাহেদুল ইসলাম,সাংবাদিক তারাজুল ইসলাম, সাংবাদিক শামীম রেজা ডাফরুল, বাংলাদেশ আওয়ামী অনলাইন বোটের জেলা শাখার আহবায়ক চঞ্চল সরকার,সাংবাদিক রফিকুল ইসলাম মন্ডল, জয়যাত্রা টিভির প্রতিনিধি মশিউর রহমান বাবু, সাংবাদিক কালা মানিক দেব, সাংবাদিক মোর্শেদা আক্তার সুইটি,সাংবাদিক জোবাইদুর রহমান সাগর,সাংবাদিক সুমন সরকার,সাংবাদিক ফরহাদ হোসেন,সাংবাদিক ওয়াজেদ আলী,সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক রফিকুল ইসলাম,সাংবাদিক শাহীনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ মানববন্ধনে অংশ গ্রহন করে।

বক্তারা উদিয়মান সংবাদিক বুরহান মুজাক্কির হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী করেন। এবং অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।