সংযুক্ত আরব আমিরাতে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা

আন্তর্জাতিক নিউজ: সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সাতটি রাজ্যের প্রতিটিতে সূর্যোদয়ের পরপরই এই সময়সূচি অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কবে ঈদুল ফিতর উদযাপিত হবে তা নির্ভর করছে চাঁদ দেখার ওপর। দেশটিতে সোমবার (৮ এপ্রিল) পবিত্র রমজানের ২৯ তারিখ।

এরই মধ্যে ঈদের চাঁদ দেখার চেষ্টা শুরু হয়ে গেছে। দেখা গেলে মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদ উদযাপিত হবে। না দেখে গেলে ঈদ হবে পরদিন বুধবার (১০ এপ্রিল)।

তবে চাঁদ দেখার আগেই সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্টের জেনারেল অথরিটি আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি ঘোষণা করেছে।