শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যার ৫ম বার্ষিকী পালিত

নুপুর কুমার রায়,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৫ম বার্ষিকী পালন করেছে সাংবাদিক বৃন্দ।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের শাহজাদপুরের দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ৫ম বার্ষিকী পালিত হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যার ৫ম বার্ষিকী উপলক্ষে সকালে শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় আব্দুল হাকিম শিমুলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১১টায় শোক র‍্যালি শেষে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আতাউর রহমান পিন্টু, আবুল কাশেম, হাসানুজ্জামান তুহিন প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর সমকাল প্রতিনিধি কোরবান আলী লাবলু, সাংবাদিক মুমীদুজ্জামান জাহান, এম এ জাফর লিটন, মোঃ আল আমিন হোসেন, স ওমর ফারুক, সাগর বসাক,শামসুর রহমান শিশির, জহুরুল ইসলাম, মাসুদ মোশারফ,জেলহক হোসেন, রাসেল সরকার, আব্দুল কদ্দুস, মাইটিভি প্রতিনিধি জাকারিয়া মাহমুদ, শাফিকুল ইসলাম পলাশ, নয়ন আলী,আরিফুল ইসলাম, মিলন মাহফুজ, জাহিদ হাসান,মীর্জা হুমায়ন, আমিনুল ইসলাম, প্রমুখ।

উল্লেখ্য,২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর পৌরসভার তৎকালীন মেয়র মিরুর বাড়িতে হামলার সময় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনরত শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে মিরুকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখসহ ২৫ জন অজ্ঞাত পরিচয় আসামির বিরুদ্ধে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ একই বছরের ২ মে মিরু ও তার ভাই মিন্টুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ৩৮ আসামীই উচ্চ আদালত থেকে জামিন পান।