লিটন দাসও অবশেষে অনুশীলনে যোগ দিলেন


বিশেষ সংবাদদাতা


তিনি আসবেন, তা আগেই জানা ছিল। বিসিবির রোস্টারে আগেই জানানো হয়েছিল যে, ২৫ আগস্ট অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের হার্ডহিটিং ওপেনার লিটন দাস। যে কথা সেই কাজ। আজ মঙ্গলবার ঠিক অনুশীলনে উপস্থিত লিটন।

তিন ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল, মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ, ওপেনার সৌম্য সরকার, পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনসহ ঈদ উল আজহার ছুটির পর বেশ ক’জন জাতীয় তারকা ব্যক্তিগত অনুশীলনে যুক্ত হয়েছেন।

এই তো দুদিন আগে যোগ দিয়েছেন পেসার রুবেল হোসেন। আজ সেই তালিকায় নাম লেখালেন স্টাইলিশ ব্যাটসম্যান লিটন দাসও। রানিং, জিমওয়ার্কের পাশাপাশি নিজের ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন এ তারকা উইলোবাজ।

জাতীয় দলের রুটিন প্র্যাকটিস শুরু হতে এখনো বেশ সময় বাকি। সেটা শ্রীলঙ্কা যাওয়ার সর্বোচ্চ সপ্তাহখানেক আগে শুরু হবে। ব্যক্তিগতভাবে ধীরে ধীরে প্রায় সব জাতীয় ক্রিকেটারই এখন নিজেদের মাঠে ফেরানোর প্রস্তুতি শুরু করেছেন।

এর ভেতরে মুশফিকুর রহীম, ইমরুল কায়েসসহ আরও বেশ কয়েকজন সেই ঈদের ছুটির আগে থেকেই শেরে বাংলায় চুটিয়ে অনুশীলন করে যাচ্ছেন। ঈদের পরে সেই তালিকা দীর্ঘ হয়েছে। ব্যাটসম্যান ও পেসারদের একটা বড় অংশ এখন হোম অব ক্রিকেটে নিজেদের শারীরিকভাবে প্রস্তুত করার পাশাপাশি স্কিল ট্রেনিংও শুরু করেছেন।

হোক তা টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; জাতীয় দলের ব্যাটিং অর্ডারটা যাদের ওপর নির্ভরশীল তাদের মূল অংশের এখন প্রায় সবাই (সাকিব আল হাসান ছাড়া) শেরে বাংলায় ব্যক্তিগত অনুশীলনে। আগামী ২২ সেপ্টেম্বর তাদের সবাইকেই হয়তো শ্রীলঙ্কাগামী জাতীয় দলের প্র্যাকটিসে দেখা যাবে।