মাধবপুরে টিকা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান, ৩৬টি বুথে টিকা নিয়েছেন ৭হাজার ৮শ জন

লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে গনটিকা ক্যাম্পেইন উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শনিবার (৭-আগস্ট) সকালে পৌরসভা কার্যালয়ে গনটিকা কার্যক্রম উদ্বোধন করেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন মাধবপুর পৌরসভায় ৩টি কেন্দ্রে টিকা দেয়ার প্রস্তুতি থাকলেও পৌরসভা কার্যালয় ও ফুলকলি পৌর কিন্ডার গার্টেন ২টি কেন্দ্রে টিকা প্রদান করা হয় উপজেলার ইউনিয়ন কেন্দ্রগুলোতেও সকাল ৯ টা থেকে টিকা কার্যক্রম শুরু হয় একই সাথে,মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কার্যক্রম চালু থাকে চলমান গণটিকা কার্যক্রম পরিদর্শন করতে।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান উপস্থিত হয়ে সার্বিক খোজ খবর নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম ইশতিয়াক মামুন জানান, পৌরসভাসহ উপজেলায় ৭ হাজার ২শ জনকে টিকা দেয়ার টার্গেট ছিল, টিকা প্রদান করতে পেরেছেন ৭ হাজার ৮শ ৬০ জনকে তিনি আরও বলেন, শুধুমাত্র ২৫ বছর বয়সের উর্ধ্বরা রেজিষ্টেশন করে টিকা নিয়েছেন অনেকেই রেজিষ্টেশন ছাড়াই টিকা কেন্দ্রে উপস্থিত হয়েছেন কিন্তু তাদের টিকা দেয়া যায়নি তিনি সবাইকে রেজিষ্টেশন করার জন্য পরামর্শ দিয়েছেন।