বেলকুচিতে বয়স্ক ছাত্রদের মাঝে পবিত্র কোরআনের ছবক প্রদান

মোঃ জাহিদুল হক আজিম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে মসজিদ – ই- নূর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রবিবার ( ৬ ফেব্রুয়ারি) – ই- নূর কেন্দ্রীয় জামে মসজিদের বয়স্ক ছাত্রবৃন্দের আয়োজনে ১৯ তম ব্যাচের ৬৬ জন বয়স্ক কোরআন শিক্ষা শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়। কোরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিনে সভাপতিত্ব করেন আলহাজ্ব হযরত মাওঃগোলাম মাওলা, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ ছালাম ফকির,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী ( শিক্ষক, সিরাজগঞ্জ রেলওয়ে মাদ্রাসা ) মাওলানা রফিকুল ইসলাম ( মুহতামিম, মসিহ সুন্নাহ মাদ্রাসা) মাওলানা হাবিবুল্লাহ আল মাসুদ (খতিব ও পেশ ইমাম অত্র মসজিদ) এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব ওয়াজেদ আলী সরকার ( ম্যানেজার ,শাহী পিন্ট) , বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব বাবু সরকার, সাইদুর রহমান ( সেক্রেটারি , বেলকুচি পরিবেশক সমিতির) হীরা মিয়া। ( সাবেক পরিচালক মুকুন্দগাতি বাজার বনিক সমবায় সমিতি লিঃ) নুরুল ইসলাম প্রামানিক ( সাবেক পরিচালক মুকুন্দগাতি বাজার বনিক সমবায় সমিতি লিঃ) সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুয়াজ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সদস্য বৃন্দ সহ এলাকায় অন্যান্য মুরব্বি গন। এই বয়সে বয়স্করা কোরআন শিক্ষা করতে পেরে শিক্ষার্থীরা মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া আদায় করেন ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।