বাণিজ্য মেলায় ইউএনডিপি’র পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্টল

নিজস্ব প্রতিবেদক

২৬ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইউ এন ডি পি এর পক্ষ থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এবার স্টল বরাদ্দ করা হয়েছে।

হল বি তে আনন্দ মেলা নামে ১১ নাম্বার এই স্টল টি তে মেলা শুরুর প্রথম থেকেই থাকছে ক্রেতাদের আনাগোনা।

কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা গেলো একটা স্টলে এক সাথে এতো ধরনের পণ্য থাকাতে এই স্টল টা তাদের কাছে বেশ আকর্ষণীয় বলে মনে হয়।

প্রতিটি পণ্যই মান সম্মত, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোগতাদের হাতে বানানো পণ্যের সমাহার রয়েছে এই স্টল টিতে।

স্টলের প্রধান আকর্ষণ এর মধ্যে আছে হাতের তৈরি গহনা, জামদানী টাই, হেলদি বাইট, কুশি কাটার শাল সহ হিমুর স্বপ্ন বুনন এর মসলিনের উপর করা হ্যান্ড পেইন্ট এর পণ্য।

হিমুর স্বপ্ন বুনন এর স্বত্বাধিকারি আফসানা হিমু

হিমুর স্বপ্ন বুনন এর স্বত্বাধিকারি আফসানা হিমু বলেন ” ইউ এন ডি পি ক্ষুদ্র উদ্যোগতাদের জন্য যে সুযোগ টা করে দিয়েছেন এটা আমাদের জন্য অনেক বড়ো পাওয়া। এটার জন্য ইউ এন ডি পির কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে যা সামনে আমাদের উদ্যোগ এর জন্য অনেক কাজে লাগবে।

এছাড়াও তিনি আরও বলেন ” আনন্দ মেলা অনলাইন গ্রুপ থেকে আমরা এই সুযোগ টা পেয়েছি। গ্রুপ টায় নিজের পণ্যের পোস্ট করতাম সব সময়।”

৬০ জন উদ্যোগতার এই মিলনমেলায় জমজমাট আনন্দ মেলা স্টল।

এবার মেলা প্রথম বারের মতো হচ্ছে পুর্বাচলে। তারপরেও ক্রেতা সমাগম বেশ ভালো।