বাংলাদেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে যেদিন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। চাঁদ দেখার উপর ভিত্তি করে রোজার সময় নির্ধারণ করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর থেকে বাংলাদেশে রোজা শুরু হয়।

দুবাইভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিস্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে রমজানের চাঁদ দেখা যেতে পারে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা ‘ক্রিসেন্ট মুন ওয়াচ’ জানিয়েছে, মধ্যপ্রাচ্য ছাড়াও ১১ মার্চ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও খালি চোখে চাঁদ দেখা সম্ভব। অর্থাৎ বাংলাদেশ এবং সৌদি আরবে এ বছর একই দিনে চাঁদ দেখা যেতে পারে।

সময়বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেটের’ তথ্য অনুযায়ী, আগামী ১১ মার্চ বাংলাদেশে চাঁদ ওঠবে সকাল ৬টা ৪৭ মিনিটে। আর চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে। অপরদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে। সূর্যাস্তের পর চাঁদ খালি চোখে দেখা যাবে কি না, সেটি নিশ্চিত নয়।