বাংলাদেশে দুর্লভ ও আমদানিকৃত ঔষধি উদ্ভিদের চাষাবাদ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম: টাঙ্গাইলের মধুপুরে “বাংলাদেশে দুর্লভ ও আমদানিকৃত ঔষধি উদ্ভিদের চাষাবাদ (Rare & Imported Medicinal Plants Cultivation In Bangladesh)” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টেকিপাড়া ব্র‍্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে -এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকী।
প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এবং মূল প্রতিবেদন উপস্থাপন করেন মোয়াজ্জেম হোসেন বাদল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনানী মেডিক্যাল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মো. আবু ছালেহ, হাকীম মো. রেজাউল করিম, মো. আনোয়ারুল আলম ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ আল মামুন রাসেল, ডাঃ মো. আব্দুর রহিম।