নাইক্ষ্যংছড়ির অসহায় দুুুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শীত কম্বল বিতরণ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের ৪শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

নাইক্ষ্যংছড়ির অসহায় দুুুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শীত কম্বল বিতরণ

ত্রাণ বিতরণ কালে উপস্থিত নাইক্ষ্যংছড়ি সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, আপনাদের সুখে দুঃখে সবসময় কাছে থাকতে চাই। আমি আপনাদের কারও ভাই,ছেলে, বন্ধু, প্রতিবেশী হই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সবসময় এ ধরনের অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ’র কর্তৃক দেওয়া এলাকার গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল,৩ কেজি আলু ২,কেজি সয়াবিন তৈল ও ১ কেজি লবণ।

নাইক্ষ্যংছড়ির অসহায় দুুুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও শীত কম্বল বিতরণ

একই দিন বেলা ১ টায় সদর ইউনিয়ন পরিষদ মাঠে শতাধিক গরীব মেটর শ্রমিকদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল হামিদ, প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদিন খালেদ, সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, সাংবাদিক মাহমুদুল হক বাহাদুরসহ ৯ ওয়ার্ডের মহিলা ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।